Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                                                        সিটিজেন চার্টার ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,কুমারখালী উপজেলা অফিস জনগনের মধ্যে নিম্নবর্নিত সেবা প্রদান করেঃ-

১। সরকারী বার্ষিক  সাধারন/অতিরিক্ত/বিশেষ বরাদ্দ(এডিপি) প্রাপ্তি সাপেক্ষে নলকুপ ও অন্যন্য পানির উৎস ওয়াটশান কমিটির মাধ্যমে বিভাজন  করা হয় । যাহা জনসাধারনের  বিশুদ্ধ ও নিরাপদ(আর্সেনিক-

মুক্ত) পানির ব্যবস্থাকল্পে জনপ্রতিনিধি যথা,এমপি,উপজেলা /ইউপি চেয়ারম্যানের সুপারিশক্রমে আবেদন ফরম বিতরন করা হয় । নলকুপ পাইবার আবেদন পত্র ফরম ১০ জন উপভোগী কর্ত্তৃক পূরন ও স্বাক্ষর করিয়া  জনপ্রতিনিধির  সুপারিশ সম্বলিত স্বাক্ষরসহ  উপ-সহকারী প্রকৌশলী,জনস্বাস্থ্য  প্রকৌশল অধি-

দপ্তরে জমা লওয়া হয়। উপজেলা ওয়াটশান কমিটি কর্ত্তৃক আবেদনপত্র যাচাই বাছাই করিয়া নলকুপের স্থান নির্বাচন চুড়ামত্ম করিয়া   সরকারী নির্ধারিত হারে নলকুপের সহায়ক চাঁদার টাকা  জমা লওয়া হয়।

জেলা অফিস কর্তৃক টেনডার আহবান,কার্য়াদেশ প্রদান ও মালামাল সরবরাহ প্রাপ্তির পর ঠিকাদারের মাধ্যমে নলকুপসমুহ স্থাপনের ব্যবস্থা করা হয়। বিভিন্ন নলকুপের সহায়ক চাঁদার সরকারী হার সিম্নরুপঃ

ক্রঃ

নলকুপ/পানির উৎসের বিবরন

সহায়ক চাঁদার হার

   মমত্মব্য

০১

৬ নং গভীর/তারা গভীর নলকুপ

৪,৫০০/০০ টাকা

ডিডি খরচ ৪৩/০০ টাকা অতিরিক্ত

০২

 ৬ নং অগভীর নলকুপ

 ১,০০০/০০  ,,

         ঐ

০৩

  তারা ও তারা অভীর নলকুপ

 ১,৫০০/০০  ,,

         ঐ

০৪

  রিং ওয়েল

 ২,০০০/০০   ,,

         ঐ

০৫

  এস,এস,টি নলকুপ

  ১,৫০০/০০  ,,

         ঐ

০৬

  পি,এস,এফ, নলকুপ

   ২,০০০/০০  ,,

         ঐ

২। এডিপির বরাদ্দ অনুযায়ী ঠিকাদারের মাধ্যমে খোয়া ,বালি,সিমেন্ট ও অন্যন্য কাঁচামাল সরবরাহ লইয়া

   পলাষ্টিক প্যানযুক্ত সলাব ও আরসিসি রিং উৎপাদন করিয়া  সরকারী নির্ধারিত মুল্যে জনসাধারনের নিকট

  বিক্রয় করা হয় । ল্যাট্রিন সেটের মূল্য নিম্নরূপঃ

(ক) পলাষ্টিক প্যানযুক্ত সলাব ১টি=২০০/০০ টাকা,(খ) আরসিসি রিং ১টি=১০০/০০ টাকা ।

(গ) ১টি সলাব+ ১টি রিং=৩০০/০০ টাকা। (ঘ) ১টি সলাব+২টি রিং=৪০০/০০ টাকা ।

(ঙ) ১টি সলাব+ ৩টি রিং=৫০০/০০ টাকা (বিশেষ বিবেচনা ছাড়া শুধু রিং বিক্রয় করা হয় না ।)

* বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জনপ্রতিনিধিগনের সুপারিশের ভিত্তিতে বিনামুল্যে হত দরিদ্রদেও মধ্যে  ল্যাট্রিন-

সেট বিতরন করা হয় ।প্রতি সেট ল্যাট্রিন ১টি সলাব ও ৩টি রিং ।

৩। আর্সেনিক ও আয়রন পরীক্ষার কিট বক্স সরকার হইতে প্রাপ্তি সাপেক্ষে বিনামুল্যে পানি পরীক্ষা করা হয় ।নলকুপের পানি ধরার সময় পর্যাপ্ত পাম্প করিয়া পরিস্কার বোতলে ১ ঘন্টার মধ্যে পৌঁছাতে হয়।

৪। নলকুপ মেকানিকের সহায়তায় সরকারী নলকুপ মেরামতের ব্যবস্থা করা হয়, তবে নলকুপের যন্ত্রাংশ

নির্ধারিত মুল্যে নলকুপ তত্ত্বাবধায়ককে  ক্রয় করিতে হয় ।

৫। স্যানিটেশন অভ্যাস গড়ে তোলা ও স্বাস্থ্য পরিচর্যা সম্বর্কিত জ্ঞান প্রদানের জন্য নরকুপ মেকানিকগন

   জনগনকে উদ্বুদ্ধ করে থাকে ।

৬।বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে আর্সেনিকমুক্ত নিরাপদ পানির নলকুপ স্থাপনের ব্যবস্থা করা হয় ।

৭। পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্থাপনাদি নির্মান এবং পরিচালনা ও রক্ষনাবেক্ষনের জন্য  পৌর কর্তৃপক্ষেও নিকট হসত্মামত্মর করা হয় ।